জন্ম নিবন্ধন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, যা একজন ব্যক্তির নাগরিকত্ব এবং আইনি পরিচযয়ের প্রমাণ করে থাকে ।তাই বাংলাদেশে জন্ম নিবন্ধন কার্ড শিক্ষা, চিকিৎসা, পাসপোর্ট ইস্যু এবং অন্যান্য সকল সরকারি সেবা সহ বাচ্চাদের স্কুলের ভর্তি সকল কাজে লাগে,যাদের NID কার্ড থাকে না তারা জন্ম নবন্ধ দিয়ে কাজ চালিয়ে দেওয়া যায়।
এর জন্য অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন নম্বর বা তথ্য যাচাই করার প্রয়োজন পরে । সেক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাই করা যায় QR Code এবং জন্ম নিবন্ধ নম্বর ব্যবহার করা যায়।তাই আমরা আলোচনা করবো কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করা যায়?
জন্ম নিবন্ধন যাচাই করা কেন গুরুত্বপূর্ণ?
জন্ম নিবন্ধন যাচাই করার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার জন্ম নিবন্ধন তথ্য সঠিকভাবে রেকর্ড করা আছে কিনা অথাবা এই নাগরিক কি সত্যিই বাংলাদেশের নাকি রোহিঙ্গা! তাই তথ্য যাচাই করা খুবই জরুরি।
- পাসপোর্ট আবেদনের সময় জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা জন্ম সনদ যাচাই করা হয়।
- মাদ্রাসায় অথবা স্কুলে ভর্তির সময় জন্ম নিবন্ধন সনদ যাচাই করা হয়।
- সরকারি সুবিধা অথবা সরকারি ভাতা পাওয়ার জন্য তথ্য যাচাই করা হয়।
- করোনা ভেক্সিন এর নিবন্ধন করতে প্রয়োজন হয়।
- বাচ্চাদের জন্ম সনদ সংশোধন করতে প্রয়োজন হয়।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে? প্রথমে আপনার মোবালের QR Code scaner দিয়ে জন্ম নিবন্ধন কপির উপরে থাকা QR code স্কেন করুন। অথবা সরাসরি একটি ব্রাউজার টাইপ করুন everify.bdris.gov.bd অথবা এই লিংকে ক্লিক করুন দেখতে নিচের ছবির মত আসবে।
QR code Scanner
উপরে তথ্য অনুযায়ী অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে অসুবিধা হলে? আপনি প্রথমে Google cromo ব্রাউজার চালু করুন লিখুন https://everify.bdris.gov.bd

উপরে লিংকে ক্লিক করার পর ভেরিফাই অপশানে নিয়ে যাবে তখন, আপনার জন্ম তারিখ এবং ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর প্রধান করুন। তার পর একটি যোগ অথবা বিয়োগ অংকের মত আসবে তখন আপনি যোগ করতে বললে যোগ করবেন? আর বিয়োগ করতে বললে বিয়োগ করে বসাবেন। যেমন: 10-2 =8 বসিয়ে সার্চ এ ক্লিক করবেন। দেখতে নিচের ছবির মত আসবে।
everify bdris gov bd bd
১) আপনার জন্ম নিবন্ধ যদি সঠিক অথবা অনলাইন থাকে নিছের ছবির মত আসবে!
২) জন্ম নিবন্ধন তথ্য গুলো উপরে ছবির মত বসিয়ে দিবেন, আপনার জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বর বসিয়ে দিবেন।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন
আপনার যদি জন্ম নিবন্ধন সনদ এ কোনো ভুল তথ্য থাকে, তাহলে সংশোধন করার জন্য আপনাকে স্থানীয় জন্ম নিবন্ধন কার্যালয় অথবা ইউনিয়ন পরিষদে / কাউন্সিল অফিসে যোগাযোগ করতে হবে। এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদন করতে হবে
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন
জন্ম নিবন্ধ সংশোধন এর জন্য যে সকল কাগজ পত্র প্রয়োজন
- আপনার পুরাতন জন্ম নিবন্ধন কার্ড এবং ভোটার আইডি কার্ড
- মা-বাবা এদের জন্ম নিবন্ধন অনলাইন কপি লাগবে। আর যদি ২০০০ সালের আগে জন্ম তারিখ হয় তা হলে মা বাবার NID কার্ড দিয়েও, জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে।
- ইউনিয়ন পরিষদের চকিদার ট্রক্স এর কাগজ
- চেয়ারম্যান সার্টিফিকেট
- হোল্ডিং নাম্বার
- প্রয়োজন অনুযায়ী কারেন্ট বিল অথবা স্কুল কলেজের সার্টিফিকেট
- এবং ২০০ থেকে ৩০০ টাকা লাগে। কোথাও আরো কমও লাগে। এই হিসাব কম্পিউটার অপারেটর এর আবেদন এর খরচ সহ সাথে চেয়ারম্যান সার্টিফিকেট এর খরচ এবং জন্ম নিবন্ধ এর সংশোধন এর সরকারি খরচ।
আর তাই মোবাইল ফোন ব্যবহার করে জন্ম নিবন্ধন সনদ যাচাই করা খুবই সহজ।