ইন্ডিয়ান ভিসা স্ট্যাটাস চেক করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুণ।
অনলাইনের মাধ্যমে ভিসা চেক করার পদ্ধতি
১) আপিনি প্রথমে google সার্চ বার এ গিয়ে লিখবেন ivac লিখে সার্চ করলে ইন্ডিয়ান ভিসা সেন্টারের ওয়েবসাইট আসবে। অথবা সরাসরি এখানে ক্লিক করুন।অথবা নিচের ছবির মত আসবে।
২) তার পর indian visa application centre এখানে ক্লিক করুন, তার পর নিচের ছবির মত আসবে।অথবা Real Time update এ ক্লিক করুন।
৩) তারপর ৩য় ধাপে regular visa application এ ক্লিক করলে ২টি খালি ঘর আসবে তখন একটিতে আপনার ভিসার কাগজ পত্র জমা দিয়ে ফিঙ্গার দেওয়ার পর ভিসা ডেলিভারি স্লিপ এ লিখা আছে।

- Web file Number, এই নাম্বারটি আপনার ডেলিভারি স্লিপ এ আছে।
- Please type Below code মানে নিচের ক্যাপ্সার কোড।
নিচের ছবির মত স্লিপ দেখে বসাবেন, তার পর submit দিবেন। তাইলে নিছের ছবির মত ডেলিভারির অবস্থা জানতে পারবেন কত দিন সময় লাগবে।

তার পর সবগুলো Step সম্পুর্ন হবে যেমন: Step-1 : Done, এই ভাবে Step-4 এ ডেলিভারি সম্পুর্ন হবে। এবং তার পর আপনি passport সংগ্রহ করবেন।
ইন্ডিয়ান ভিসা চেক করা পদ্ধতি
ভারতীয় ভিসা চেক করার জন্য আপনি ইমেইল এ চেক করতে পারেন। তার জন্য আপনি ভিসার জন্য আবেদন করার সময় আপনার একটি E-mail ঠিকানা দিতে হবে। এবং ইমেলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
ইন্ডিয়ান / ভারতীয় ভিসা চেক করার জন্য আপনি সরাসরি ভারতীয় দূতাবাস অথবা ভিসা এপ্লিকেশন সেন্টারে যোগাযোগ করতে পারেন। অন্যথায় আপনি ভারতীয় ভিসার কাষ্টমার সেন্টার ও যোগাযোগ করতে পারেন তার জন্য নিচের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে,
ভারতীয় ভিসা সেন্টারের যোগাযোগ করতে নীচের ঢাকার ঠিকানায় কল করুন।
Phone: 09612 333 666, 09614 333 666 Email: info@ivacbd.com
অবশ্য মনে রাখবেন আপনার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৩ থেকে ৫ (কর্মদিবস)দিন সময় লাগে, তবে এটি ভিসার ধরন এবং আবেদনের ভলিউমের উপর নির্ভর করা হয়।